০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্রীকে শ্লীলতাহানি

  • আপডেট সময়: ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 6

প্রতীকী ছবি


দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এক কাশ্মীরি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হোস্টেলের বাবুর্চিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে বের হচ্ছিলেন ওই ছাত্রী। সেই সময় তকে ‘আপত্তিকরভাবে স্পর্শ’ করেন এক যুবক।

ওই ছাত্রী চিৎকারে কয়েকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধরে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত জামিয়া মিলিয়ার হোস্টেলের এক বাবুর্চি। জামিয়া নগর থানার পুলিশ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের ঠিক বাইরে। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন কাশ্মীরি ছাত্রীটি।

২৪ বছরের ওই ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে জেনে বুঝে দুর্ব্যবহার করেছেন অভিযুক্ত। রবিবার রাতেই অভিযুক্তকে আটক করেছিল পুলিশ।

মৌখিকভাবে অভিযোগ জানানোয় অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়নি সোমবার সকাল পর্যন্ত। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাবুর্চির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্রীকে শ্লীলতাহানি

আপডেট সময়: ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

প্রতীকী ছবি


দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এক কাশ্মীরি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হোস্টেলের বাবুর্চিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে বের হচ্ছিলেন ওই ছাত্রী। সেই সময় তকে ‘আপত্তিকরভাবে স্পর্শ’ করেন এক যুবক।

ওই ছাত্রী চিৎকারে কয়েকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধরে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত জামিয়া মিলিয়ার হোস্টেলের এক বাবুর্চি। জামিয়া নগর থানার পুলিশ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের ঠিক বাইরে। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন কাশ্মীরি ছাত্রীটি।

২৪ বছরের ওই ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে জেনে বুঝে দুর্ব্যবহার করেছেন অভিযুক্ত। রবিবার রাতেই অভিযুক্তকে আটক করেছিল পুলিশ।

মৌখিকভাবে অভিযোগ জানানোয় অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়নি সোমবার সকাল পর্যন্ত। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাবুর্চির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।