০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় ঈদের সকালে নিহত ৯

  • আপডেট সময়: ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • 20

ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ রোববার (৩০ মার্চ)। ঈদেও গাজায় নেই কোনো ধরনের উৎসবের আমেজ। নামাজরত অবস্থায়ও দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থেমে নেই। ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে বলে জানা যায়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগের মতোই ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন  ফিলিস্তিনিরা। এদিন নামাজের সময় গুলির শব্দও শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়, ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

আগের দিন শনিবার (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হন।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

গাজায় ইসরায়েলি হামলায় ঈদের সকালে নিহত ৯

আপডেট সময়: ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ রোববার (৩০ মার্চ)। ঈদেও গাজায় নেই কোনো ধরনের উৎসবের আমেজ। নামাজরত অবস্থায়ও দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থেমে নেই। ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে বলে জানা যায়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আগের মতোই ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন  ফিলিস্তিনিরা। এদিন নামাজের সময় গুলির শব্দও শোনা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়, ঈদের দিন সকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

আগের দিন শনিবার (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হন।