আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের মুখে পরিচয় গোপন করতে নতুন ফন্দি এঁটেছেন ফরিদপুরের সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরী। এবার তিনি সালথা উপজেলা প্রেস ক্লাব নামে নতুন একটি সংগঠন দাঁড় করিয়েছেন।
এতে সভাপতি হয়েছেন টুটু চৌধুরী নিজে এবং সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলাম।
আরো পড়ুন
ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়াhttps://www.kalerkantho.com/online/Politics/2025/02/13/1480630
স্থানীয়রা মনে করছেন টুটু চৌধুরী ও তার সঙ্গীরা গ্রেপ্তার এড়াতে এই কাজ করেছেন।
জানা গেছে, গত বুধবার সালথায় একটি রেস্টুরেন্টে কয়েকজন বসে সালথা উপজেলা প্রেস ক্লাবের ১৮ সদস্যের কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করেন। এই কমিটিতে মাত্র দুই-একজন সাংবাদিক হিসেবে লেখালেখিতে জড়িত থাকলেও বাকিরা সাংবাদিক হিসেবে নতুন।
এ বিষয়ে মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি তিনি রিসিভ করেননি।
সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’