
শিল্পা শেঠি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। নব্বইয়ের দশকে ভক্তদের হৃদয়ে ঝড় তোলা এ অভিনেত্রী বর্তমানে পর্দায় সেভাবে নিয়মিত নন। তবে হাতে খুব একটা কাজ না থাকলেও ভারতের সর্বোচ্চ আয়করদাতাদের তালিকায় প্রতিবছর নাম থাকে শিল্পার। কারণ, অভিনয়ই তার একমাত্র আয়ের উৎস নয়।
বরং ব্যবসায়ীকভাবে বেশ লাভজনক অবস্থানে রয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আয় ও জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়ে কথা বলেন শিল্পা। বলিউড তারকা জানালেন, তার রাজকীয় জীবনের পেছনে কী রহস্য রয়েছে! কী উপায় অবলম্বন করে বড়লোক হয়েছেন তিনি। জানান, প্রায় আট বছর আগের কথা।
শিল্পাকে একটি প্রসাধনী সংস্থার বিপণন মুখ হিসেবে কাজ করার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার পারিশ্রমিক দেয়ার মতো কোনো ক্ষমতা ছিল না ওই পণ্য সংস্থার। সেই সংস্থাই এখন লাভনজক এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
শিল্পা বলেন, ‘ওরা আমার কাছে এসেছিল।
আমার ভালো লেগেছিল। কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না। তখন আমিই ওদের অংশীদার হওয়ার প্রস্তাব দেই।’
আরো পড়ুন
এখনও কোনো সুন্দর প্রপোজাল পাইনি : ডিজে সনিকা
https://www.kalerkantho.com/online/entertainment/2025/04/19/1506160
শিল্পার দাবি, বিনিয়োগ করেই তিনি বিত্তবান হয়ে উঠেছেন। গত আট বছরে ওই সংস্থা ‘ইউনিকর্ন’ (১০০ কোটি মূল্য) হিসেবে আত্মপ্রকাশ করেছে।
২০১৮ সালে শিল্পা মাত্র ৬.৭ কোটি বিনিয়োগ করে ঘরে তুলেছিলেন ১৬ লক্ষ শেয়ার। ২০২৩ সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য দাঁড়ায় ৩৯ কোটিতে। ২০২৩ সালে শিল্পা ওই সংস্থার ১৩.৯৩ লক্ষ শেয়ার বিক্রি করে দেন। তাতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ টাকা।
সূত্রের খবর অনুসারে, ২০২৫ সালের ১৭ এপ্রিল ওই সংস্থাটির শেয়ারের বাজারমূল্য ২৩৬ টাকা। এখনও শিল্পা ওই সংস্থার ২.৩ লক্ষ শেয়ারের মালিক। সেই হিসেবে ওই সংস্থায় অভিনেত্রীর বিনিয়োগ মূল্য প্রায় ৫ কোটি ৪২ লক্ষ কোটি টাকা।
বড়পর্দায় এখন শিল্পাকে তেমনভাবে এখন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে শিল্পার ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারনা পান অনুরাগীরা। শরীরচর্চা ও যোগাসন করার পর দিনের বেশিরভাগ সময়ে পরিবারকে সময় দিতেই পছন্দ করেন শিল্পা শেঠি। ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও।