০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নারী সাংবাদিককে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপডেট সময়: ০৬:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • 31

প্রতীকী ছবি


রাজধানীর পল্লবীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পল্লবী থানার পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী। তিনি একটি পত্রিকায় কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার পল্লবী থানায় মামলা করেছেন ওই নারী। আসামিরা হলো এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা ৮ জন। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে তিনি নিজেই উদ্যোগ নেন। এজন্য তথ্য সংগ্রহের জন্য সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলার আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে পল্লবীর বারনটেকে এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে সারা রাত আটকে রেখে ধর্ষণ করা হয়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। কালবেলা

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

নারী সাংবাদিককে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট সময়: ০৬:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

প্রতীকী ছবি


রাজধানীর পল্লবীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পল্লবী থানার পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী। তিনি একটি পত্রিকায় কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার পল্লবী থানায় মামলা করেছেন ওই নারী। আসামিরা হলো এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা ৮ জন। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে তিনি নিজেই উদ্যোগ নেন। এজন্য তথ্য সংগ্রহের জন্য সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলার আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে পল্লবীর বারনটেকে এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে সারা রাত আটকে রেখে ধর্ষণ করা হয়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। কালবেলা