
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মালয়েশিয়ায় রোজা শুরু রোববার
জার্মানিতে জোট সরকার গঠন করতে আলোচনা
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ১৭
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন। তাই ২৮ ফেব্রুয়ারি হতে যাচ্ছে সাবান মাসের শেষ দিন।
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের
নেপালে শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিন্ধুপালচক জেলায়।
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময়ত হঠাৎ সেখানে তুষারধসের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ৫৭ জন শ্রমিক আটকা পড়েছেন বলে শঙ্কা করা হয়। তবে সেখান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
শত্রুদের বার্তা দিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া
রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের বিধি-নিষেধ
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাথে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। আগামী শনিবার থেকে রমজান শুরু হচ্ছে। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।
মিশরের রাজধানী কায়রোতে গাজার যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মিশরীয় কর্মকর্তারা বলেছেন, শনিবার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। খবর আল জাজিরার।
শত্রুদের বার্তা দিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শত্রুদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষমতা সম্পর্কে বার্তা হিসেবেই দেশটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। জাগো নিউজ